নিয়তি
জমির কাছে আসছ
বার বার
কর্ষণের টানে
গর্ভের ওমে
পুরে দিচ্ছ
বীজ আর জন্ম
জমি লালন করছে
তোমার বাসনা বিলাস
অকথ্য ফসল
উৎপাদন
অথবা অযাচিত
আনন্দে
শরীরে স্বেদ
ফোটে
ওষ্ঠে পরমাণু
লেগে থাকে
কর্ষিত হওয়াই
নিয়তি
জমির কোন ইচ্ছা
অনিচ্ছা নেই।
No comments:
Post a Comment