।। বাক্‌ ১২০ ।। জয়িতা ব্যানার্জী গোস্বামী ।।




অনুযোগ 



ওভাবে বলতে আছে ? ভালোবাসে অভাবে মানুষ
স্বভাবে দাগের পাশে স্রেফ ক'টা দাগ বেড়ে যায়
তারপর একদিন ঘুম পায়টলমল রাতের খাবার
ওভাবে বলতে নেই। ঘুমন্ত মানুষই ভালোবাসে

ঠিক কোন পথে গেলে ! ওদিকেতো ইচ্ছে পোড়া ছাই
মাড়িয়ে গিয়েছ বুঝি ? এতদিনে শেখনি আদব !
জল ছেড়ে উঠে এলে ভেবেছ সিঁড়িই হবে দায়ী ?
ভুলের মাশুল থেকে কয়েকটা ধাপ কেটে নেব

অযথা এসেছি ভাবিএমনি পড়েছি দোটানায় -
মাঠের ওপর থেকে ততক্ষণে মেঘ সরে গেছে
তোমার আদল চিনি ,তবু যেন মন মানছে না
লুকিয়ে রেখেছ কাকে ? সে তোমার পরিচিত কেউ ? 


No comments:

Post a Comment