।। বাক্‌ ১২০ ।। নীলকণ্ঠ পদাতিক ।।




চাতকের স্বপ্ন-সুখ

নির্মোহ মেঘের ভেলায় উড়ে চলা
চাতকের স্বপ্ন-সুখ, অথবা
বসন্তলাল কৃষ্ণচূড়ার আগুনে
ভালোবাসা পুড়ে যায়।

কখনো সোনালি চিল, কখনো কালো
কাকের ডানায় সর্ষে রঙের
ভালো লাগার ভিড়ে মাতাল ফুলের
নেশায় প্রেম হারায়।

বাসন্তী বসন্ত বিলায় চিরকাল
চৈত্রের দাহ-তাপ বুকে নিয়ে
অজস্র কৃষ্ণচূড়ায়; নির্মোহ মেঘ
চাতকের স্বপ্ন কুড়ায়।


প্রেমের পিরামিড

ধাঙরের বুকে গড়া প্রেমের পিরামিড
কাচা মাংসের স্বপ্নে বিভোর;
বসন্তের প্রেমিকেরা সব
জালটানা উৎসবে মেতে আছে
নাওয়া খাওয়া ভুলে।

কচ্ছপের গতি পাওয়া মদনের বানের আশায়
কে থাকে অনন্ত প্রতীক্ষায়?

ঘোলাটে আকাশ জুড়ে চিল-শকুনের ডানা
নিরস্ত্র পায়রাদের পরাজয় ঘোষনা
করে দিয়েছে।
সমর্পনের চিহ্ন ছাড়া তাদের অধিকারে
আজ আর কোন মানচিত্র নেই।


প্রাগৈতিক পুরুষ
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


সংক্রমিত সময়ের প্রোসপেক্টাসে সাদা ঘুড়ি লাল।
আর তুমি সম্পর্কের স্ট্যাটাস নিয়ে পড়ে আছো!

পবিত্র নারীর খোঁজে হারানো সন্ন্যাসে
আমি আর ভালোবাসা খুঁজবোনা যেদিন,
হে প্রেম, প্রিয়তমা, সুনিশ্চিত তোমার হবো।
তার আগে পৃথিবীর বুকে
ক্ষয়ে যাওয়া আপেলের মতো
আমি এক প্রাগৈতিক পুরুষ;

ভালোবাসা আমার জন্য অপ্রস্তুত প্রয়াস।





No comments:

Post a Comment