।। বাক্‌ ১২০ ।। পার্বতী রায় ।।





ক্রিস্টাল দেহ

সাবান উড়ছে
ফেণার বিকল্প নেই
জলের ক্রিস্টাল দেহের ভেতর লুকিয়ে
রাখছি সুগন্ধি অন্তর

অন্ধকার সেবনে প্রতিটি দেহই
একদিন সুইসাইড - নোট হয়
চিমনির চোখ ছড়িয়ে পড়ে সর্বত্র

প্যারাসাইট প্রত্যাশা অ্যাসাইলাম
জমিয়ে রাখে বুকে

শপিংমলের ফুসফুস
কেঁপে ওঠে গাছেদের আন্ডারওয়্যার

No comments:

Post a Comment