।। বাক্‌ ১২০।। এ কে এম আব্দুল্লাহ ।।




সিঁড়ি

ওয়েষ্টিন কিংবা রেডিসন ব্লুর
দরজা খোলে নেমে আসে
শতশত  শ্যাডো
বুকের ছাদে আমার ডিজে পার্টি।
ফরাসি শ্বাসের গন্ধে
মাতাল আমি
জোছনার গ্রিল ভেঙে 
শ্যাডোর নাভিতে
ঠোঁটের ব্যেলিড্যান্স।

ঝাপিখোলা রাত
পার্টি চলুক লেইটনাইট...



পুড়া

পৃথিবীটা মাথায় নিয়ে, প্রতি রোজ
আমি পার হই সেতুগুলো। 
আর প্রতিদিন একেকটি সেতু হই।
আমার রেলিং ধরে ঝুলে থাকে
আমার আধমরা সংসার।

চাঁদকে বলো:আগুনের সাথে ঘর
করে,জন্ম থেকেই আমিও পুড়ছি।

এখন, ব্যাণ্ডেজ করা হার্টের ভেতর
উঁকি দিচ্ছে,এক কিলোওয়াটস আগুন।






No comments:

Post a Comment