পেয়ালা
১৪। লাশ অবধি। ছেঁড়া কাটা, রক্ত তো বাহুল্য, চোখদুটি
নিশ্চিন্ত। বিহ্বলতা নাই আর। কেবল মুঠো ভর্তি ঘাস। অদ্যাবধি বিবরণ শেষে দেখি।
সামান্য সময় পড়িল। দেখি, সাইবার কাফে, নিটোল মুক্তা মাখামাখি এক দুল, দুটি শূন্য
পেয়ালা এবং ডেস্কটপ, অদ্যাবধি রিবুটে। পারস্পরিক অন্বয় ভাবিয়া কাতর। অপরাধ ভাবিয়া।
১৫। জবা ফুটিল। এবং ভোর। অদৃশ্য রহস্য। নৈব্যক্তিক সাদা। কেহ কিছু কি রাখিল!
১৬। দৃশ্যের ভিতরে বিখ্যাত সেই ছুরি। দৃশ্যে। সাদা-করুণ।
ছুরি। দৃশ্যে। টেবিল-চেয়ার। স্পর্শজ। জানালায় কে ওই! উহারা! ওইখানে ছুরি।
তীব্রমধ্যম। ছাদের গল্প। রূপকথার। ঝিনুকের। অবাঙমনসগোচর। ছুরি। পড়িতেছে। ঝুলনযাত্রা। সাদা কুঁড়িতেই। ফোঁটা
ফোঁটা। যা লিবি তা ছ’আনা। আনি নি। যেহেতু ওই পেয়ালায় আজ। ছবি। গল্প। সাদা কি
দুয়ারেই ছিল! ছুরিতেই! ওই প্রণামে? অশ্রুতে। নিশ্চিত অশ্রুতে। সেই ছুরি। এবং ঘরবাড়ি।
অর্ধদগ্ধ টায়ার। ইহা কি লিখিত! অন্তর্জল!
No comments:
Post a Comment