।। বাক্‌ ১২০ ।। কাউসার মাহমুদ ।।





১.প্রেম
কৈলাস!
বড্ড শীত পড়েছেরে এবার
হাটুর কাপুনি দেখ,দাঁত খিচিয়ে আসছে কেমন
রোদের আলো
  জবুথুবু হয়ে আছে ঘাটের পাড়ে
ভিজে জবজবে রোদ
কি বলেন! ঠাকুর
শীত এল কই! কুয়াশাই নামেনা এখন
ভোরে, সম্পা বৌদির শাড়ীর পাড়টা এখনও ভিজেই থাকে
নিত্যদিন গাঙ বেয়ে পূজো সেরে আসেন তিনি
কি বলিস! গাধা
ও তো অর্চনা!
 
সন্যাস স্বামীকে ফিরে পাবার আরতি করে সম্পা
ওতে কি আর শীত বাধে!
প্রেম বিচ্ছেদ যে কতটা গভীর!
সে এক ঈশ্বরই জানেরে,
কৈলাস!


২.মহামান্য আকাশ
আমাকে কিছু নীল মেঘ দিন
মহামান্য আকাশ
অসংখ্য প্রেম যুদ্ধের পর, নীল রঙের বড় অভাব এখানটায়
মহাকাব্য গিলে খাওয়া হয়ে গেছে বহুকাল আগেই
প্রেমিকার আরক্ত ঠোট শেষবার
সামান্যও অবশিষ্ট নেই আর
নীলিম কষ্টের যত দাগ সবকটা আমার পিঠে আঁকা
উল্কির মত ভীষণ কায়দা করে
প্রেমিকা বিয়োগ হয়েছে মহাযুদ্ধের পর
তার ঠোট নীল হয়ে ভাসে সমুদ্রের ওপারে
নিতান্ত সুবোধ হরিণের মত নীল খু্ঁজি আমি 
বিনম্র নতজানু হয়ে প্রার্থনা করি স্বপ্ন বিলাস
আমাকে কিছু নীল মেঘ দিন
মহামান্য আকাশ



No comments:

Post a Comment