তিনটি কবিতা : ব্রতশুদ্ধ
ওতামেন্দি
--------------
হিলিয়াম বৃষ্টি ঝরছে।
ছাতার বাট বেয়ে উঠে আসা লেডিবার্ড পায়ের ছাপে
লিখে দিচ্ছে নেবুলা প্রোস।
ফুলস্টপ দিলে কেটে যাবে মেঘ ।
শিফন তুমি খুলে এসো ওতামেন্দি বইয়ের ভাঁজে
ঘুমোতে চায়......
নাইটমেয়ার
-------------------
আমার ডোরবেল গীর্জার ভাষায় কথা বলে।
চুইংগাম আর সক্স
সক্স আর বুড়ো আঙুল
ওয়েট। ওয়েট। কে! কে!
মসিয়ে
আমি একজন মদ্যপ ।
এটা কি একটি কনফেশন রুম নয়?
মা এবং মাইম
-------------------
একঝুড়ি টমেটো আর একটা ওয়াকিং পান্ডা।
হুশসসসস.......
তোমার ছায়ার পায়ের শব্দ হচ্ছে।
জানোনা! শহরে আজ আংশিক ব্লুমুন জারি!
ঠক! ঠক! ঠক! ঠক.....
বিদেয় হও হতচ্ছাড়া।
আমি পেট পুরে আপেল খেতে চেয়েছিলাম।
No comments:
Post a Comment