।। বাক্‌ ১২০ ।। সমর রায়চৌধুরী ।।






মরীচিকা উৎসব

মরীচিকার সাথে থাকি সারাদিন
চা খাই, পথ হাঁটি, শুনি আর বলি কথা
কুসুমের মরীচিকা
২০০০ কিলোমিটার পথ এক লহমায় পার হয়ে এসে
কুসুমের মরীচিকা শুয়ে থাকে পাশে সারারাত
আমার মর্মের মরীচিকা পরাবাস্তব গ্রাস করে তাকে
জীবন থেকে খসে পড়ে শরীর
অবাধে সীমান্তে পার হয়ে
আমরা তখন উদযাপন করি
মরীচিকা জীবনের স্বাধীনতা দিবস
মেতে উঠি মরীচিকা উৎসবে


পুরুষপাখি

পাখি মাঝে মাঝে মানুষের ভাষায় কথা বলে
মানুষ পাখির...
‘বউ কথাআ কও’ ‘বউ কথাআ কও’ করে পাখি ডাকছে
পাখি? না, পাখির ভেতর থেকে এক মানুষ-পুরুষ
অন্তস্তলে যার নীরব এক পাখি-বউ নীল হয়ে বসে থাকে সর্বদা
যদি ওই অন্তস্তলে হয় আমারই আত্মা
মরে গেলেও তবু ‘বউ কথা কও’ বলতে আমি পারব না; লজ্জা...

ওটা আমি পাখিকে দিয়ে বলাই
মনের বউকে শুধু আমার মনের লাল টেলিফোন নম্বরটা
পাঠিয়ে দিই
যদি সে কিছু বলে সবুজ হলুদ কিছু কথা
যদি কিছু বলে কমলা রঙিন  




No comments:

Post a Comment