১.
কাহিনীতে ভিলেন থাকবেই
তার কালো পাটি
সাদা পাটি থেকে
এক কুল হয়ে পেরিয়ে এসে
মুখোমুখি হলেই
খেলা শুরু
কাহিনীতে ভিলেন থাকবেই
তার কালো পাটি
সাদা পাটি থেকে
এক কুল হয়ে পেরিয়ে এসে
মুখোমুখি হলেই
খেলা শুরু
২.
অ্যালবামের বেশিরভাগ ছবিতে
লোকটা ভিলেন
অভিনয়ে ঝোলানো
মাইক
৩.
জঙ্গল বাজারে
বেশি জুতো বিক্রি
দেখে আমি যেমন খুশি
তেমনি আমি খুশি
বেশি লুঙ্গি বিক্রি দেখেও
৪.
শীতে
জঙ্গলের ছেলেমেয়েরা
বুক ফুলিয়ে হাঁটে
হাঁটতেই হয় !
৫.
একসাথে
খুব কম বার
খেয়েছি
যত বার খেয়েছি
বসেছি
মুখোমুখি
৬.
স্পেস কম বলে
আমি একটা ছবি
তুললে
আমাকেই
একটা ডিলিট করতে হয়
৭.
যখন আমাকে চরম করো
খুঁজি হাফপ্যান্ট
খুঁজি
খুঁজি
খুঁজি
পাই
ফুল প্যান্টের তলায়
প্রলাপ
ReplyDeleteবেশ
ReplyDelete