।। বাক্‌ ১২০ ।। প্রজ্ঞা মৌসুমী ।।





একটি পরাজয়ের আত্মকথা

তোমার পদ্ম-ফলের ঘোরে
যেখানে সাপ খেলা করে
সেইখানে টলে যায় সিংহাসন
কী অমোঘ তোমার শোষণ, শাসন!

হেরে গেছে রাজমহল,
পা জুড়ানো তলোয়ার
কাতর-
নৌকোয়-
অপেক্ষায়-
কী বিস্তীর্ণ শ্মশান আকাশে!

কী তীব্র বিষের আতর ঐসব নিষিদ্ধ লোবানে!
দিয়ে গেছি অগণিতবার পাজরের মালিকানা

ভাঙা মুকুটে চিলের সেপাই
কোথা থেকে নিয়ে আসে জল?
অমৃত রোশনাই?
জলে জলে বিষধর জ্যোৎস্না
ছোবলে ছোবলে
আমি বুনোহাঁস হই

কখনোবা স্খলনে  বুনো শুয়োর হই



No comments:

Post a Comment