।। বাক্‌ ১২০ ।। সনৎ মাইতি ।।






শূন্য

‘তোমাকে হাজার দুয়েক কবিতা পাঠাব’ – কবি বললেন ।
দুটো কবিতা পাঠানোর পর
কবিকে আর কোথাও খুঁজে পাই না,

তীব্র শূন্যতায় থাকতে থাকতে আবিষ্কার করি
দুটি কবিতার পর কবি আমায়

শূন্যগুলো পাঠাচ্ছেন...


মিষ্টি

জয়নগরের মোয়া
এই মোয়া জিভে দিলেই হাসি ফুটবে

এই কথা শুনেই গম্ভীর লোকটা হেসে ফেলল ।

লোকটা ধীরে ধীরে মোয়া হয়ে গেল...


রাগ

চারিদিকেই শান্ত সমাহিত ছিল ।
ঠান্ডা স্বভাব সহ্য করতে না পেরে
অন্ধকার
ন্যানো সেকেন্ডে মহাবিস্ফোরিত হয়ে উঠল...

রাগে আগুন হয়ে উঠল

ঘাস থেকে হরিণ, হরিণ থেকে বাঘ
বাঘ থেকে মানুষ
বা মানুষ থেকে বাঘ

কোটি কোটি বছর ধরে ছড়িয়ে পড়ে সেই আবহমান রাগ... 



বামন

জরায়ু জলে জন্ম নিয়ে ছিলাম কীটের মত,
তারপর সেই কীট থেকে
হয়ে গিয়েছিলাম বামন রূপী দেবতায়

তারপর মা আমায় মানুষ করে
মাটিতে ত্যাগ করে।

কখনও কখনও অন্ধকার থেকে
বেরতে ইচ্ছে করে না
বুঝতে পারি

আবার সেই জরায়ু জলের কীট জেগে উঠছে

ঠিক এর পরেই আসবে বামন দেবতা... 





1 comment: