।। বাক্‌ ১২০ ।। রঞ্জিত সিংহ ।।




অক্ষিপুরুষ

অনেক অনেক দূরে যেতে হবে- যেখানে মানুষ নেই,
সূর্যচন্দ্রতারা কিছুই নেই।
কেবল কালীপোকার মতো লাখ লাখ আত্মারা
কিলবিল করছে।
আর পেটমোটা প্রাচীন টিকটিকি,
উনিই ব্রহ্ম, বর্তমানে উপাধিতে আছেন,
আত্মাগুলোকে টপাটপ গিলে সঙ্গে সঙ্গে
মলত্যাগ করছেন।
মল খন্ডকারে এক একটা মানুষ, অপরাপর প্রানীসকল,
বনস্পতি, উদ্ভিদসমূহ হয়ে আবার ফিরে আসছে।

হে শরীরাসীন হিরণ্যগর্ভ,
তুমি এই যে আমাকে নাচিকেত অগ্নি দর্শালে
এই জ্ঞানের স্থিতিকল্পে
‘এটা আমার শরীর, এ সমস্ত আমার সৃজিত’
এইরূপ ভ্রমাত্মক ধারনার অপনোদন ঘটাও।
দুই চক্ষু হংসের সপ্তরাশ্মিতে যেন উদ্ভাসিত হয়ে

ভূঃ, ভুবঃ, স্বর ইত্যাদী সপ্তলোক পরিভ্রমণে সমর্থ হয় ।


No comments:

Post a Comment