কবিতা নয়
১০
জীবন অর্থহীন
এই ধরনের কতক অল্টারনেটিভ ফ্রেজ
ব্যাবহার করে থাকি। আমি।
কেউ কেউ আমাকে খুন করতে চায়।
চোখের সামনে তছনছ হয়ে ওঠে তাদের
জীবনভর নির্মাণ। সেক্স করলে বাচ্চা হয়। অথচ এমন মার্কভ চেন গজিয়ে দিয়েছে
পচাগলা ল্যান্ডস্কেপের উপর ঢিট মাশরুম।
সভ্যতার মাথা কুটকুট করে।
১১
টাইম বরাবর লম্বনভ্রম হয়।
পেচ্ছাপ করতে গিয়ে কতবার যে অর্গ্যাজম ফিল
করেছি! হলুদ বায়ু ছিঁড়ে নেমে এসেছে চোখের পাতা। চোখের ছাল... শাখা-শিকড়...
এত যৌনতা ভালো না জেনেই ফুটপাথ
বরাবর মাজার ভাবি। ভাঙা ভাঙা রঙের
ভেতর থেকে পাঁড় মাতাল হয়ে ঈশ্বর চিৎকার
করেন...
অ্যালকোহল ডেস্ট্রয়েজ পোটেন্সি!
মার্কভ চেনের শেষ রিপিট পয়েন্ট...
১২
আগের মুহূর্তে কাটা মাংস এখনো নড়ছে
বুঝতে পারছি
আত্মা খাওয়া যায় না।
দুটো চারটে জ্যান্ত ইঁট কাপ থার্মোকল
কথা বলছে। চিরকালই ভেক্টর ভালো লাগে।
স্কেলারের আত্মা থাকেনা। প্রাণ খেয়ে নেওয়া
যায়।
আত্মা খাওয়া যায় না।
No comments:
New comments are not allowed.