তিনটি কবিতা
১|
বটগাছ ছিল
বটগাছ ছিল না
আসলে সব জায়গায়
বটগাছ থাকে না
তাহলে অন্য কোনো গাছ থাকত না
এখন আলো নেই
শুধু অন্ধকার
অন্ধকার মানে বটগাছ
আর বটগাছ মানে আলো
২|
বসে থাকার বাঁ পাশে
দাঁড়িয়ে থাকা আছে
দাঁড়িয়ে থাকার বাঁ পাশে
বসে থাকা
এভাবে ফুল ঝরে পড়ে
কুয়াশা দেখা যায়
ভোররাতে এখনও
জোনাকি ঘুরে বেড়াচ্ছে কয়েকটা
৩|
গান বাজলে শীতকাল মনে পড়ে
কিন্তু শীতকালে কখ্খনো গান
বাজে না
ইঁট বা কাঠ গানবিরোধী
প্রত্যেকটি'প্রত্যেকের'মতো'খুব'শান্তি'পেলাম'পড়ে।।
ReplyDelete