তারামাছের চিৎকার
মনের অজান্তে জামা খোলা ঝিনুক বাসা বাঁধলে
সমুদ্রের উপর বড্ড অভিমান হয়
অগভীর স্রোত এক গোছা বালি ঘেঁটে যায় চোখে
সৈকত থেকে তারামাছের চিৎকার শোনা যায়
মুহূর্তের জন্য নিজেকে উড্ডীয়মান মনে হয়
আহা!কত মেঘ।কত তারা।ছায়া ফেলে ঠোঁটে
উষ্ণতার মৃদু হাসি এক পর্দা স্মৃতি লিখে রাখে বুকে
মনে হয় বেঁচে আছি।থাকব।থাকতে...
এখনও অনেক কিছুতে ছাপ রাখতে হবে।
মনের অজান্তে জামা খোলা ঝিনুক বাসা বাঁধলে
সমুদ্রের উপর বড্ড অভিমান হয়
অগভীর স্রোত এক গোছা বালি ঘেঁটে যায় চোখে
সৈকত থেকে তারামাছের চিৎকার শোনা যায়
মুহূর্তের জন্য নিজেকে উড্ডীয়মান মনে হয়
আহা!কত মেঘ।কত তারা।ছায়া ফেলে ঠোঁটে
উষ্ণতার মৃদু হাসি এক পর্দা স্মৃতি লিখে রাখে বুকে
মনে হয় বেঁচে আছি।থাকব।থাকতে...
এখনও অনেক কিছুতে ছাপ রাখতে হবে।
সম্পর্কের বীজ
জন্মের আগে বাচ্চাটার নামের আগে
ভিক্ষারি লিখে দিও
অপ্রচলিত প্রথারাও একদিন সরে যাবে
ছিঁড়ে দেবে সম্পর্কের বীজ
আন্দোলনের পরে দেখো
ওটাই নিয়ম হয়ে গেছে
বাবার নাম করে যতদিন গাছে জল দিতে
শুঁকিয়ে যাবে একনিমেষে।
No comments:
Post a Comment