পয়েন্ট ব্ল্যাঙ্কের দিকে
ঠুংরি কেচ্ছা আর রাক্ষস
-মারা গল্পের পর,
পৃথিবী একদিন শান্ত হল |রাষ্ট্রের বোবা
পাটাতনে কিলবিল করে উঠল কয়েকদলা স্বাধীনতাকামী লেটোমাছ |তুমি
গির্জার ঘন্টায় টান মারলে, বেজে উঠল ভোরের আজান গান |তুমি নাস্তিকতাকে শূলে চড়ালে,তোমাকে ঘিরে ধরল কয়েককোটি ধ্রুপদী ধর্মের ধারাপাত ...
একদিন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে তুমি সটান
গিয়ে পৌছালে বাড়ির কাছের ড্রাগন দ্বীপে |যেখানে দুধেলা চান্দ্রমাস নীল হয় ঘন ঘন|বিষাক্ত বায়োমাসে কাঁদে অযোনিজ ঘাতকের ভ্রুণ |চারদিক
দিয়ে ছাঁকা পড়লে তুমি |অথচ ফিরে এলে গতানুগতিক যুদ্ধ জয়ের
মেজাজে...
পাশ ফিরেতেই চটকে গেল কাঁচা ঘুমের অর্বুদ |কুকুর নও,তাই এগিয়ে গেলে টয়লেটের দিকে |তোমার এসিডিক পেচ্ছাপে
ধুয়ে গেল গতরাতের তীব্র বীর্যের ছাঁট |তুমি দ্বিতীয়বার ,ভাললাগা চাটতে চাইলে |ততক্ষণে ইথারে চোবানো তোমার
যাবতীয় ইলিউশন ,পয়েন্ট ব্ল্যাঙ্কের দিকে ছুটে গ্যাছে...
No comments:
Post a Comment