ব্যাকরণ
গ্যারেজের ব্যাকরণ।
খনন করছে নিহিত আলোর জুস্তজু
গ্যারেজের ব্যাকরণ।
খনন করছে নিহিত আলোর জুস্তজু
সাবালক নীলের নিরীক্ষায়
এক মাইকেল সরণী...
আলোর কৃত্রিম ছাপিয়ে
চলে যাচ্ছে এলোকেশে
এক মাইকেল সরণী...
আলোর কৃত্রিম ছাপিয়ে
চলে যাচ্ছে এলোকেশে
রাস্তাগুলোর বুক ফুঁড়ে গজানো
নাবিকের ক্যালকুলাস।
ঢুকে পড়া সুখের ভিতর সূর্যোদয় দেখে
বিছিয়ে রাখছে গন্ধের উষ্ণ বিষাদ!
অর্থহীনতার মহাবিষুব।
আদরের মতো ছুঁয়ে নিভৃত করছে
কৌতূহলের যান্ত্রিক কাশিদ
কৌতূহলের যান্ত্রিক কাশিদ
২।
চাহনির এক দূরত্ব প্রতিভা আছে
ফাটা চামড়ায় নীলের পোশাকের মতন
জোৎস্না চাপিয়ে দিই
মৃত পাতার স্তনবৃন্ত খসে
পুর্ণজন্ম জীবের আচরণ করে
তবে কি মিথ্যে ছিল?
শামুকের বিষণ্ণ খোলসে পাতার ব্যবহার?
মিথ্যে ছিল অস্থির বলয়ে কর্মবিহীন হাত?
এখন বর্ণ মেপে সেই হাত অকর্মণ্য
জাফরি বানায়
এর চেয়েও অনেক ভালো কবিতা তোমার পড়েছি।।
ReplyDeleteনিজস্বতা
ReplyDeleteভালো লেগেছে শানু দা
ReplyDeleteশানু ভালো
ReplyDelete