।। বাক্‌ ১২০ ।। পলাশ কুমার পাল ।।



ঈশ্বর-আয়না


ময়না বা বায়নার ধোঁয়ার ভিতরে
ঈশ্বর এক আয়না-

ঘট নয়
ফুল নয়
সিঁদুর নয়,
রয় রয় বিনুনির ভিতরে টলটলে ক্ষয়
আমাদেরই ফিতেতে
ফুল ফুল সয়...

বুলবুল ঈশ্বর ফুল ফুল ফোটে
বুলবুল ঈশ্বর ফুল ফুল ডাকে,
প্যাঁচে প্যাঁচে আরও আরও মোলায়েম এগিয়ে
দেখে নিয়ে আমিকে
ও না দেখে আমিকে
মন্ত্রের রিভার্স-সুইং ছোটে বাইশগজে...






পাউসও এক পাউই


পাউডার থেকে ডর কাটলে
পাউরুটি থেকে রুটি কাড়লে
পাউই পাউই শব-

থোকা থোকা রব
মুখের কাছে
থোকা থোকা রব
পাতের কাছে
পাউসে পাউসে প্রতিদিন

আমি-তুমি সব পাউসে
আমি-তুমি সব পৌষে
মাতে...





তর্পণ


ফুরিয়ে আসা শিসের বিকেল
আঁচলা করে তুলে নিতে নিতে
আমাদের তর্পণ
ডুবে যায়...

তবু হাঁস
তবু নৌকা
খাপছেঁড়া চিঁড়ে চিঁড়ে তাপে
কোনো এক ফল
তুলতুলে জল ভেঙে বাষ্প গায়...


2 comments:

  1. পলাশ তোমার লেখা ঝাঁকুনি দেয় আমায়

    ReplyDelete