।। বাক্‌ ১২০ ।। গৌরাঙ্গ মন্ডল ।।






খিদে

আস্ত নীল সাপ খেয়ে রোদ্দুরে গা সেঁকে নিতে নিতে আলের ছায়ায় আসি। পুড়ে যায় খিদে, তেষ্টা, রোধ, দৃষ্টি-ভ্রম। বিপদ সহিস কোনো সন্দেহের মতো দ্রুত ধায়। আত্মরক্ষা খেতে খেতে পেরিয়ে যাচ্ছি জাড্যের সাঁকো। তবুও, আধলা পেটে তুমুল মরুতে এ কী! রাত্রিদিন মদের আসর? নেশারা গড়িয়ে ধীরে শুষে নিচ্ছে অনিয়ত টনটনে ব্যথা আর যা কিছু। মদির জিহ্বায় নীল বিষ-নালী ছেঁকে নিয়ে মৃত্যু ঢোঁকের স্পৃহায় ওঁত পেতে চেয়ে আছে আমাদের অভিশপ্ত নেউল-জীবন।


গতিপথ 

আমার বারান্দা খোলা 
অর্বাচীন, এসো বেঁধে নেবো জলের বাসর..
ভেষজ প্রেমের মতন, এই
জলের ভেতরে কোনো সভ্যতা আছে।
অথচ, সে মুখগহ্বরের
নিঃদন্ত প্রেমিক,
 
প্রেমিকা পংক্তির চোখ; অনাবৃত, হিম
বরফের আঁচে যেন শ্বেতালী আগুন
দুজন তলিয়ে গেছি 
তলিয়ে...তলিয়ে...
 
অনেকটা নদী পেরিয়ে
 
ক্লান্তি শুকোতে দি।
সম্মুখে এখন স্রেফ সমুদ্র-প্রশ্নের প্রতিহার।


2 comments: