।। বাক্‌ ১২০ ।। অরূপরতন ঘোষ ।।





বিশ্রাম : একটি প্রজাতান্ত্রিক কবিতা

দৈনিক লোকাল ট্রেনে দমদমে যাই
তাই ত্রস্ত থাকি

কোথায় টাকার ব্যাগ, কোথায় বা তস্করের কেরামতি

ভিড় ট্রেন থেকে নেমে সিগারেট খাই
হাতরে দেখি সমস্ত সম্পদ...

রবিবার কেবল এর বত্যয় ঘটে...
ওই দিন আমি রুমাল কাচি, আর
পুকুরে স্নান করি –
পাথরের ঘাটে বসে থাই-তে সাবান মাখি
মসৃণ সকালে




No comments:

Post a Comment