।। বাক্‌ ১২০ ।। শুভম মুখোপাধ্যায় ।।





মায়া

লিখতে লিখতে একসময় শরীর নুইয়ে পড়ে,
মৃত পশুর ধুলোর প্রতি নিষ্ঠার মতো
ব্রহ্মতালু শোকপ্রস্তাব আঁকিবুকি শুরু করলে থেমে যেতে হয়
চার দেয়ালের ইঁটে ভাঙা বাঁশি জুড়ে  কবি হয়ে ওঠা হয় না
,
থামতে না পারলে।
মৃত কবিতা নিয়ে আঙ্গুল পাশ ফিরে শোয়
চিরহরিৎ বেয়ে কবিতা ঝরে
, যেখানে সেখানে
পাঠক ব্ল্যাক হোলের মতো শুষতে শুষতে কবিরা চাঁদ হয়ে যায়
মায়া নাছোড়বান্দা দেওয়ালঘড়ি
বসন্তের দগদগে স্মৃতির মতো শরীরে ঘৃনাচিহ্ন তৈরি করছে।




No comments:

Post a Comment