।। বাক্‌ ১২০।। দয়াময় মাহান্তী ।।




যেভাবে একটি কবিতা রচিত হয়


আর কিছু না।

দৃশ্যটি কী ভাবে রচিত হল
কী ভাবে মুছে যাবে

চলন্ত-স্কুটির চাকায়
            সে রহস্য জুড়ে থাক...

মুহূর্তটিকে আমি শুধু ধরে রাখতে চাই।

চশমার কালোর আড়াল থেকে
বহুদিন পর তুমি যে তাকালে

আমি ভাবি বাংলা কবিতায়
কী ভাবে এই মুহূর্তটিকে ধরে রাখতে
মৃত্যুহীন একটি উপমা তুলে আনব।



ফাঁদ

বারবার ঠকে যাওয়া পাঠকের মতো--

পড়ি,দুঃখকে,বিষাদকে;

কত ফ্রম,আঙ্গিক,রীতি ও প্রকরণের ভিতর
রেখে দেখলাম জীবনকে।

অথচ,সেই প্রাচীনকাল থেকেই শুনে আসছি
সুন্দরের কোন সংজ্ঞা হয় না

দুঃখ,সুখ সব বিমূর্ত।

এখন আশ্চর্য উদাসীনতায় জল
খেলা করে সনাতল সমতলে

আলো নেমে আসে,উঠে যায়
অন্ধকার নেমে আসে,উবে যায়

চূর্ণ,নিস্তেজ,দৃশ্যটি অর্থহীন
অমরত্বের ফাঁদে পড়ে থাকে।


No comments:

Post a Comment